নিউজপিডিয়া ডেস্ক, ২০ জুনঃ রাজস্থানের সানচোর শহরে বিস্ফোরক শব্দের সাথে খসে পড়লো উল্কাজাতীয় বস্তু। জানা গিয়েছ, শুক্রবার সকালে আকাশ থেকে প্রায় আড়াই কেজি ওজনের একটি বস্তু খসে পড়ে যার ফলে সেই স্থানে এক ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এই বস্তু পতনের ফলে বিকট শব্দের সৃষ্টি হয় যা প্রায় দুই কিমি এলাকা জুড়ে শোনা যায়। এই আওয়াজ শুনে স্থানীরা বেরিয়ে আসেন। ঘটনার কথা পুলিশকে জানানো হয়।
উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট ভূপেন্দ্র যাদব ঘটনাস্থলে পৌঁছে টুকরোটি দেখে চমকে গিয়েছিলেন। সেই সময় সেটি ভীষণ উত্তপ্ত ছিল বলে জানা যায়। বস্তুটিকে তাপ নির্গত হওয়ার জন্য ঠান্ডা হতে দেওয়া হয়েছিল এবং তারপরে একটি পাত্রে প্যাক করে থানায় নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ” যে জায়গাটিতে উচ্চ আওয়াজের সাথে বস্তুটি আকাশ থেকে পড়েছিল সেই জায়গাটি আমরা পর্যবেক্ষণ করেছি। এটি একটি উল্কা টুকরো বলে মনে হচ্ছে। পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে”।
এটি সানচোরের জুয়েলার্সের দোকানে অবস্থিত একটি বেসরকারী ল্যাবে পরীক্ষা করা হয়েছে এবং যাদব নিশ্চিত করেছেন যে এই টুকরোটিতে জার্মিয়াম, প্লাটিনিয়াম, নিকেল এবং আয়রনের ধাতব বৈশিষ্ট্য রয়েছে।
এটিকে আরও পরীক্ষার জন্য ভারতের আহমেদাবাদ ও জয়পুর অফিসের ভূতাত্ত্বিকদের সাথে যোগাযোগ করা হয়েছে এবং বস্তুটি বর্তমানে সানচোর থানায় রয়েছে বলে জানা গিয়েছে।