
বিহির আলম: পশ্চিমবঙ্গ এর জেলা গুলিতে করোনায় আক্রান্ত রোগীর পাওয়া গেলেও, কোচবিহারে এখনো অব্দি একজনকে পাওয়া যায়নি। জেলায় করোনা আক্রান্ত নিয়ে নিশ্চিত হতে একদিনে ৫১ জনের নমুনা পোল টেস্টিং এর জন্য পাঠাল কোচবিহার জেলা স্বাস্থ্য দফতর।
আজ কোচবিহার থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই নমুনা পাঠানো হয় বলে জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। সম্প্রতি,গোটা কোচবিহার জেলায় নমুনা সংগ্রহের জন্য দুটি বুথ ও ৫১ টি মোবাইল ভ্যান নামানো হয়। সেই বুথ ও মোবাইল ভ্যানে সংগ্রহ করা নমুনা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
কোচবিহার জেলা থেকে গতকাল পর্যন্ত ২৯ জনের নমুনা পাঠানো হয়েছিল। এরমধ্যে ২৩ রিপোর্ট এসেছে। এদের প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ফলে করোনা নিয়ে অনেকটাই স্বস্তিতে জেলা প্রশাসন। তবুও কোচবিহারকে বিপদ মুক্ত রাখতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। কিন্তু বারবার বেশী বেশী করে পরীক্ষা করার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠতে শুরু করে। এরপরেই এদিন এক সাথে এত বেশী সংখ্যক নমুনা পোল টেস্টের জন্য পাঠানো হয় বলে মনে করা হচ্ছে।