নিউজপিডিয়া ডেস্ক: অনন্য ও বিরল প্রজাতির একটি হলুদ কচ্ছপ উদ্ধার হয়েছে ওড়িশায়। রবিবার বালাসোর জেলার সরো ব্লকের সুজনপুর গ্রাম থেকে স্থানীয়রা বিরল প্রজাতির কচ্ছপটি উদ্ধার করে। স্থানীয়রাই বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছায়। তারপর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ প্রসঙ্গে ভানুমিত্রা আচার্য বলেন, এটি একটি অনন্য এবং তিনি এর আগে কখনও এরকম দেখেননি।
তিনি আরও বলেন, ‘উদ্ধার হওয়া কচ্ছপের পুরো দেহ হলুদ বর্ণের এবং একটি বিরল প্রজাতির কচ্ছপ যা ইতিপূর্বে আমি কখনও দেখিনি।’
গত মাসে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত দেউলি বাঁধে একটি দুর্লভ প্রজাতির ত্রিনিচিডে কচ্ছপকে জেলেরা ধরেছিল। বন বিভাগ সেটিকে দেউলি বাঁধে ছেড়ে দেয়।
ট্রায়নিচিডে কচ্ছপগুলি আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকাতে দেখা যায়। সাধারণত মিষ্টি জলে বাস করে এরা। বন বিভাগের মতে, প্রায় ৫০ বছরের কচ্ছপটির ওজন ৩০ কেজিরও বেশি ছিল।