নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পরিযায়ী শ্রমিকদের অন্নের সংস্থান নিয়ে বিতর্কের মাঝেই তাদের রেশন বিতরণের কাজ শুরু করল রাজ্য সরকার। রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি পসচিমবঙ্গে আটকে থাকা পরিযায়ীরাও এই রেশন পাবেন। খাদ্য দফতরের মতে প্রায় ৬০ লক্ষ মানুষকে এই রেশন দেওয়া হবে বলে। খাদ্য দফতরের হিসেব অনুযায়ী ২ লক্ষ গ্রাহক প্রথম দিনই এই রেশন তুলেছেন।
রেশন বন্টনের উদ্দেশ্যে ইতিমধ্যেই রাজ্য খাদ্য দফতর জেলাশাসকদের সাথে কথা বলে স্পেশাল কুপন তৈরি করেছে। জেলাশাসকদের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দেওয়া কুপনগুলি দেখালেই রেশন দোকান থেকে পাওয়া যাবে রেশন। এই ব্যবস্থায় পরিযায়ীরা মাথাপিছু ৫ কেজি চাল ও ১ কেজি গোটা ছোলা পাবেন।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ‘আমরা রাজ্যের ফেরত পরিযায়ীদের সঙ্গে এই রাজ্যে আটকে পড়া শ্রমিকদেরও রেশন দিচ্ছি। কঠিন এই পরিস্থিতিতে সকলেই খেয়ে বাঁচুক। জুন ও জুলাই মাস পর্যন্ত এই রেশন দেওয়া হবে।’
রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, ‘রেশন সুষ্ট ভাবেই প্রদান করা হচ্ছে। গতকাল থেকে রাজ্যের সমস্ত রেশন দোকানে ডালের বন্টন শুরু হওয়ায় ডালের বিষয়টিও মিটে গেল। তবে ডাল পাবেন কেবলমাত্র অন্ত্যোদয় অন্নযোজনা, পিএইচএইচ ও এসপিএইচএইচ কার্ড গ্রাহকরা।’
তিনি আরও জানিয়েছেন, মে মাসের বরাদ্দ ডাল দেওয়া হবে জুলাই মাসে এবং জুন মাসের জন্য বরাদ্দ ডাল আগস্ট মাসে দেওয়া হবে। কেন্দ্রের গরীব কল্যাণ যোজনায় প্রায় দেড় কোটি লোক এই ডাল পাবেন। তবে কেন্দ্র প্রথমে ছোলার ডাল পাঠাতে চাইলে রাজ্য আপত্তি জানিয়েছিল। সেই টানাপোড়ন শেষে ১৪ হাজার ৫৩০ মেট্রিক টন মসুর ডাল এসেছে রাজ্যে।