
মনিরুল ইসলাম রাজী, মালদা : পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নতুন আবেদনকারীদের তড়িঘড়ি বিলি করা হচ্ছে রেশনের স্পেশাল কুপন। ভিআরপি (ভিলেজ রিসোর্স পার্সন) -রা সকাল থেকে সন্ধ্যা কুপন বিলির এই কাজ করে চলেছে। শ্রমসাপেক্ষ এই কাজের পারিশ্রমিক নিয়ে তাদের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে।
যে সমস্ত আবেদনকারী এখনও রেশন কার্ড পায়নি তারা এই কুপন দেখিয়ে আগামী ছয়মাস বা কার্ড না পাওয়া পর্যন্ত পাবে রেশনে বিশেষ ছাড়ের সুবিধা। প্রসঙ্গত উল্লেখ্য করোনা মোকাবিলায় সরকার রেশনের ক্ষেত্রেও কিছু বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে। আগামী ছয়মাস শর্তসাপেক্ষে বিনামূল্যে অথবা নির্ধারিত মূল্যের কমে রেশন সরবরাহ করা হবে।
অন্যান্য জেলার সাথে সাথে মালদা জেলাতেও শুরু হয়েছে কুপন বিলির কাজ। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকে প্রায় ৭০ জন ভিআরপি এই কাজের সাথে যুক্ত। গত বুধবার থেকে তারা বাড়ি বাড়ি গিয়ে বিলি করছে এই কুপন। কাজটি নিঃসন্দেহে যথেষ্ট দায়িত্বের এবং শ্রমসাপেক্ষ। অনেকে নিজ খরচে বাইক চালিয়ে কাজ করে চলেছে। ভিআরপি’রা যৎসামান্য সাম্মানিক ভাতা পায়। তাও বছর শেষে। এমন সময় পারিশ্রমিক বৃদ্ধি করার দাবি তুলছে ভিআরপিদের একাংশ। এই কাজের জন্য কত কি পারিশ্রমিক দেওয়া হবে ব্লক কর্তৃপক্ষের দিক থেকে স্পষ্ট কিছু বলা হয়নি। এ নিয়ে অসন্তুষ্ট হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ৭ জন ভিআরপি।