
দি থার্ড আই ডেস্ক: করোনা পরিস্থিতি দেশের অর্থনীতির গতি শিথিল করেছে। এমন অবস্থায় ধুঁকতে থাকা মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিকে প্রাণ ফিরে পেতে ৫০ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা ভারতের শীর্ষ ব্যাঙ্কের।
লকডাউনের পর থেকেই মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি নগদের অভাবে ধুঁকছিল। ফান্ডে স্পেশাল লিকুইডিটি ফেসিলিটি অনুযায়ী আরবিআই আগামী ৯০ দিন রেপো রেট পরিবর্তন করবে না। আজ থেকে শুরু হওয়া ঘোষণায় ব্যাঙ্কগুলি ফান্ডিংয়ের জন্য আবেদন করতে পারে সোমবার থেকে শুক্রবার, সপ্তাহের যেকোন দিনে। নগদের সরবরাহ বাড়াতে সাহায্য করবে রিজার্ভ ব্যাঙ্কের এই ঘোষণা।
গত শুক্রবার ফ্র্যাঙ্কলিন টেমপ্লেটন ভারতে তাদের ৬টি মিউচুয়াল ফান্ড বন্ধ করে দিয়েছে৷ তার জেরে গোটা দেশজুড়ে মিউচুয়াল ফান্ডের অনিশ্চিত ভবিষ্যত্ তৈরি হয়, আশঙ্কার বাতাবরণ তৈরি হয় বিনিয়োগকারীদের মনে৷ তাঁদের শঙ্কা দূর করার পাশাপাশি মিউচুয়াল ফান্ডগুলিতে নগদ জোগান বাড়াতেই আরবিআই-এর এই পদক্ষেপ।
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম আরবিআই-এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘মিউচুয়াল ফান্ডের জন্য রিজার্ভ ব্যাঙ্কের ৫০ হাজার কোটি টাকার স্পেশাল লিকুইডিটি ফেসিলিটির সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’