“ভালোবাসার উদযাপন এতো আলোয় হয় না”
একবার নয়, পরপর কয়েকদিন জুড়ে বেশ কয়েকবার পাঠ করলাম চিকিৎসক লেখক দীপাঞ্জন মিত্রর ‘শুধু তুমিময়’। এ এক ভালোবাসার আখ্যান। বিভিন্ন মুডে পড়বার সময় একমুখী জার্নির বিভিন্ন রকম শেডস একটি ঘোরের ভেতর নিয়ে গেল যেন। নদীর বহমানতা আর জীবনের বহমানতা এখানে সমান্তরালভাবে এগিয়ে চলেছে। শুধু এখানে নয়, এটা হয়তো সবের জন্যই সত্যি। আর তাই অজ্ঞাত পরিচিতর ডায়েরির পাতায় সহজেই ঢুকে যাই। মনে হয় কুয়াশা টানেল ঘিরে ধরে।
কথাপ্রসঙ্গে লেখক কখনও বলেছেন, “ভালোবাসার কেবল শুরুই আছে।” আবার কখনও বলেছেন, “ভালোবাসার উদযাপন এতো আলোয় হয় না।”
সত্যিই তাই। জীবন যতটা যাপনের, তার চেয়ে অনেক অনেক গুণ উদযাপনের। সেই উদযাপনের আলো অক্ষরে ধরা পড়েছে। তীব্র নয়। চোখে সয়ে আসা আলোয় এ আখ্যান জুড়ে গেছে আবহমানতায়।
আর ঝকঝকে এক প্রোডাকশন। আত্মজা পাবলিশার্সের সাথে অপূর্ব, রুচিসম্মত ও নান্দনিক প্রচ্ছদ। সংগ্রহযোগ্য বইটির উৎসর্গ পৃষ্ঠায় লেখক লিখেছেন, “যাঁরা ভালোবাসা ছিনিয়ে নিয়ে থাকেন, তাঁদের…”
নত হলাম। শ্রদ্ধা ও শুভেচ্ছা লেখককে। বইটির সাথে জুড়ে থাকা প্রত্যেককে।
শুধু তুমিময়
দীপাঞ্জন মিত্র
আলোচক- নীলাদ্রি দেব
প্রচ্ছদ- নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
প্রকাশক- আত্মজা পাবলিশার্স
বিনিময়- ৩০০ টাকা