নিউজপিডিয়া ডেস্ক: আজ জামায়াতি ইসলামী হিন্দ ও এস আই ও-ছাত্র সংঠনের পক্ষ থেকে দঃ ২৪পরগনার মধ্যে উচ্চমাধ্যমিকে ৪৯৪নং পেয়ে শীর্ষে এবং রাজ্যের মধ্যে পঞ্চম স্হানাধিকারিনী ইয়াসমিনাকে সংবর্ধনা ও কিছু উপহার তুলে দেওয়া হল।
এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন জেলা নাজিম জনাব সানোয়ার আলী পৈলান, জনাব নাসির সাহেব,আঞ্চলিক নাজিম সাজ্জাদ সাহেব এবং এস আই ও-র পক্ষে মিজানুর রহমান, হাবিবুর রহমান প্রমুখ। দঃ ২৪ পরগনার বুড়ুল হাই স্কুলের ছাত্রী ইয়াসমিনা খতুন, অত্যন্ত দারিদ্র্য পরিবারের সন্তান, বাবা আব্বাস উদ্দিন সেখ পেশায় দিনমজুর, দুই মেয়ে এক ছেলে কে নিয়ে বড় সংসার,অভাব যেখানে ছিল নিত্য সঙ্গী। সেরকম একটা পরিবারে থেকে এমন রেজাল্টে স্কুল এবং এলাকা বাসী ভীষন খুশী।
জেলা নাজিম সানোয়ার আলী সাহেব বলেন, আমরা শুধু ইয়াসমিনা নয় সারা রাজ্যের মধ্যে এরকম দারিদ্র্য মধ্যে দিয়ে যত ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করেন,ধর্মীয় বিভাজন না করে সকলের বাড়িতেই পৌঁছে কি ভাবে ভবিষ্যতে পথ চলবে তার একটা দিশা দেওয়ার চেষ্টা করি এবং সাধ্যমত পাশে দাঁড়ায়,এ ক্ষেত্রেও তাই।