সোমনাথ দত্ত, মালবাজার: ডুয়ার্সের মালবাজার ব্লকের নিদাম চাবাগানের ছেলে অংশু মির্ধা জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশ নিতে সোমবার হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা হতে চলেছে। চাবাগানের দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই তরুণ প্রতিভাকে এককালীন দশ হাজার টাকা দিয়ে আর্থিক ভাবে সাহার্য করেছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বরাইক। রবিবার তাকে বিশেষ ভাবে সংবর্ধনা দিয়ে ও আর্থিক ভাবে সহযোগিতা করলো এসটি এসসি সেল সহ এলাকার মানুষজন।
রবিবার রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পাঁচ হাজার টাকা দিয়ে আর্থিক সহযোগিতা করে এসসি এসটি সেলের পক্ষ থেকে রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বরাইক। সংবর্ধনা ও আর্থিক অনুদান তুলে দিয়ে অশোকবাবু বলেন, “আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা চাবাগানের আদিবাসী সমাজ থেকে উঠে আসা কিশোর হিমাচল প্রদেশে জাতীয় অনুর্ধ ১২ বছরের বিভাগের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে যা অত্যন্ত গর্বের বিষয়। তার পরিবারের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। এজন্য আমরা তাকে সাহায্য করেছি।”
এছাড়াও এদিন অংশুকে সাহায্য করেন তৃণমূল কংগ্রেসের রাঙ্গামাটি অঞ্চল কমিটি, সহ এলাকার সুনীল ওরাওঁ ও দায়ুদ আলি নামের দুই ব্যাক্তি। প্রসঙ্গত উল্লেখ্য, অংশু মির্ধা সোমবার হিমাচল প্রদেশের উদ্দেশ্যে তার কোচের সাথে রওনা দেবে। আগামী ২ সেপ্টেম্বর প্রতিযোগিতায় অংশ নেবে।