নিউজপিডিয়ায় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
১। প্রতিটি জেলা/শহর থেকে ১ জন করে রিপোর্টার প্রয়োজন।
প্রতিদিন ভিডিও নিউজ পাঠাতে হবে। ভিডিও ও সাথে নিউজ রিপোর্ট লিখে পাঠাতে হবে। বাইরে ঘোরাঘুরি পছন্দ হওয়া বাঞ্ছনীয়। পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। অন্য কোনো মিডিয়ার সাথে যুক্তরাও আবেদন করতে পারে।
২। বিজ্ঞাপন সংগ্রহের জন্য প্রয়োজন ৫ জন। পশ্চিমবঙ্গের যে কোনো এলাকার বাসিন্দা হলে চলবে, যদি সে জায়গা থেকে বিজ্ঞাপন সংগ্রহ করতে পারেন। পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। দেখা করে ও ফোনে মানুষকে কনভিন্স করার ক্ষমতা থাকতে হবে। ভালো বাংলা লেখার ও ইংরেজি পড়ে বোঝার ক্ষমতা থাকতে হবে। বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত শহরে বিজ্ঞাপন সংগ্রাহক প্রয়োজন। আবেদনের লিঙ্ক নিচে রয়েছে।
৩। কোচবিহার শহরে ২ জন অ্যাঙ্কর/খবর উপস্থাপক প্রয়োজন। আগে কোনো জায়গায় কাজ করে থাকলে অগ্রাধিকার পাবে। খব্র সুন্দ্র করে পড়ার দক্ষতা থাকতে হবে। বিভিন্ন বিতর্ক পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। পার্ট টাইম কাজ।
৪। নিউজ এডিটিং-এর জন্য ২ জন কপি-এডিটর/সাব-এডিটর প্রয়োজন। জেলা রিপোর্টারদের পাঠানো বিভিন্ন রিপোর্ট এডিট করে প্রকাশ করার উপযুক্ত করে তুলতে হবে। বাংলা বানানবিধি জানতে হবে। ভালো নিউজ রিপোর্ট লেখার দক্ষতা থাকতে হবে। এই পদ থেকে দ্রুত প্রমোশন হতে পারে ও বেতন বাড়বে।
৫। ই-পেপার তৈরির জন্য প্রয়োজন একজন। ইন-ডিজাইন, পেজ মেকার, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড ইত্যাদি সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। না থাকলেও শিখিয়ে দেওয়া হবে। তবে একটা খবরের পেজ কিরকম হতে পারে, সেই ধারণা ভালোভাবে থাকতে হবে। পেপার পড়ার অভ্যেস থাকলে অগ্রাধিকার পাবে।
৬। জাতীয় ও আন্তর্জাতিক খবরের জন্য ২ জন কনটেন্ট রাইটার প্রয়োজন। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার দক্ষতা থাকতে হবে। লেখালেখি পছন্দ, এমন ব্যক্তিরা আবেদন করবেন।
প্রতিটি পদেই যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী খুব দ্রুত পদোন্নতি হবে।
আগ্রহী প্রার্থীগণ নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন করুন।

Ami interested..9832563302