মোশাররাফ চৌধুরী: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ফিলিস্তিন এর মধ্যেকার সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে অবনতি হয়ে চলেছে। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতাইয়াহ বলেছেন, “ইজরাইল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক ছেদের কাজ সূচনা হয়ে গেছে।”
বুবধার রাত্রে তিনি আরও বলেছেন, “ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইজরাইল ও আমেরিকার সঙ্গে সম্পর্ক ইতি করার যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।” প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও মঙ্গলবার পুনরায় ইজরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্ত চুক্তি ও সম্পর্ক শেষ করার কথা বলেন। পশ্চিম তীরের উপর ইজরাইলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার প্রতিবাদেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ঘোষণা করেন। সেই ঘোষণার মাধ্যমে বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর ইজরাইলের রাজধানী হিসেবে ঘোষিত হয়। তাছাড়া পশ্চিম তীরের উপর ইজরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতির প্রস্তাবও করেন ট্রাম্প।