নিউজপিডিয়া ডেস্ক, ১১ জুনঃ তিনি বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকতে পছন্দ করেন। এর আগেও তাঁর বক্তব্য নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পালটাননি নিজেকে। তাঁর “গরুর দুধে সোনা পাওয়া যায়” বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোরগোল পড়ে গিয়েছিল। ফের দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে হাসির রোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। নেটিজেনদের একাংশের কাছে তিনি আবার হাসির খোরাক হয়েছেন।
ঘটনার সূত্রপাত কলকাতা টিভিকে দিলীপ ঘোষের দেওয়া এক ইন্টারভিউকে কেন্দ্র করে। “জনতা যা জানতে চায়” শীর্ষক অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে দিলীপবাবুকে বিভিন্ন প্রশ্ন করা হয়। ওই চ্যানেলের মালিক কৌস্তুভ রায়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি ফের বেফাঁস মন্তব্য করে বসলেন। তাঁর নতুন দাবি, “এই কনসেপ্টশনের মধ্যেই পার্থক্য রয়েছে।রিলিজিয়ন আর ধর্ম দুটো আলাদা জিনিস। ইংরাজিতে আমাদের কনফিউসড করেছে। আমাদের বুদ্ধিজীবীরা ওইখান থেকে কনফিউজড হয়েছে। এখনও পর্যন্ত তাঁরা বুঝে উঠতে পারলো না ধর্মটা কী!”
তাঁর এই উদ্ভট মন্তব্যের জবাব বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে দিয়েছেন নেটিজেনরা। অরুণা মণ্ডল নামে একজন লিখেছেন, “আমি আজ oxford dictionary টা ছিঁড়ে কুটিকুটি করব কেউ আটকাতে পারবে না ꫰ নাহ…” সুদীপ চাওলা নামে এক ফেসবুক ইউজার লিখেছেন, “বাংলাতে এরাই আবার মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী…..ভাবো ভাবো ভাবা প্র্যাক্টিস করো”। অন্বেষা ভট্টাচার্য রসিকতা করে লিখেছেন, “চিল্লায়া কন ঠিক আছে কিনা?”
যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের সমর্থন জুটেছে। ঘোষবাবুর হয়ে সওয়াল করতে গিয়ে নীলাদ্রি ঘোষ নামে এক ফেসবুকার লিখেছেন, “আমি ওনাকে পছন্দ করিনা। তবুও বলছি কথাটা ভুল বলেন নি। ধর্ম একই, তার কোনো প্রকার নেই। মত বহু হতে পারে। যা আমার existance কে ধরে রাখে বাঁচিয়ে রাখে তাই ধর্ম। ইশ্বরের উপাসনা র অনেক পদ্ধতি থাকতে পারে। একেকটা জনগোষ্ঠী ভিন্ন ভাবে করে। সেটাই রিলিজিয়ন।”
সঠিক সময়ে সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে আপনাদের প্রচেষ্টা সফল হোক এই কামনা করি।
https://www.thehindu.com/news/cities/Visakhapatnam/its-wrong-to-equate-dharma-with-religion-says-sc-judge/article23282810.ece