সোমনাথ দত্ত,মালবাজার,22 জুন :সোমবার সকালে নাগরাকাটা ব্লকের সুখানী বস্তির হাজারি লাইনের কাছ থেকে একটি বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার করল সর্পপ্রেমী সৈয়দ নৈঈম বাবুন।এদিন সকালের এলাকার একটি মাঠে একটি ছাগলকে ধরার জন্য তাড়া শুরু করে বিশালাকৃতির এই অজগরটি। কিন্তু স্থানীয় বাসিন্দারা অজগরটিকে দেখে ফেলে। ছাগলটিকে সরিয়ে দেয়। এরপরই খবর পেয়ে বাবুন বাবু এসে অজগরটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জের বনকর্মিদের হাতে তুলে দেয়।বনকর্মিরা বাবুন বাবুকেই সাথে নিয়ে গরুমারা জঙ্গলে ছেড়ে দেয় বিশালাকৃতির ” ইন্ডিয়ান রক পাইথনটিকে “। তবে এলাকায় বিশাল অজগরটি উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বন দপ্তর সুত্রে জানাগেছে, এত বিরাট অজগর সাধারণত দেখা যায় না।