ফিরোজ হক্, মেটেলি: মাল ব্লকের কান্তদিঘি কুমারপাড়া থেকে উদ্ধার হল বিরল প্রজাতির এক বন্যপ্রাণী। অনেকে অনুমান করছেন যে, এটি একটি মায়া হরিণ বা বার্কিং ডিয়ার। আবার অনেকের ধারণা এটি একটি বিরল প্রজাতির ছাগল। কান্তদিঘি কুমারপাড়া এলাকার অধিকাংশ বাসিন্দারা এই বিরল বন্যপ্রাণীটির নাম বলেছেন ‘কটোরা।’
উল্লেখ্য যে, রবিবার ১২ টা ২০ নাগাদ কান্তদিঘি এলাকার আনোয়ার নামের এক বাসিন্দাদের বাড়ির উঠোনে খেলা করতে দেখা যায় এই বিরল বন্যপ্রাণীটিকে। এই ঘটনা দেখার পর স্থানীয় বাসিন্দারা একত্রিত হয়ে প্রাণীটিকে আটক করে। প্রাণীটির ক্লান্তি ও ঘাম দেখে স্থানীয়রা মাথায় জল দেয়।
স্থানীয়দের উদ্যোগে মালবাজার বনদপ্তরে খবর দেওয়া হয়। ওই বিরল প্রজাতির বন্যপ্রাণীটি এখন আনোয়ার নামের ওই বাসিন্দার বাড়িতেই রয়েছে। এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ার পর আশেপাশের এলাকা থেকে বাসিন্দারা ছুটে আসে বন্যপ্রাণীটিকে একনজর দেখতে। স্থানীয়দের অনুমান, নিকটবর্তী লাটাগুড়ি ফরেস্ট থেকে এই বন্যপ্রাণীটির আগমন ঘটেছে।