ফিরোজ হক্, মেটেলী: এলাকায় দাঁতাল হাতি প্রবেশ করায় আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে মেটেলী ব্লকের চালসার ডিসিপি পাড়ায়। জানা যায়, শুক্রবার রাতে একটি দাঁতাল হাতি খরিয়ারবন্দর জঙ্গল থেকে এই এলাকায় প্রবেশ করে।
হাতিটি বেশ কিছুক্ষণ ধরে এলাকার বেশ কিছু কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে খায়। তবে হাতিটি কারও কোনো ক্ষতি করেনি। তবে রাস্তা পার হওয়ার সময় হাতির ভরে ভেঙে পড়ে একটি সাঁকো। হাতিটি আহত হয়েছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। পরবর্তীতে হাতিটি নিজেই জঙ্গলে ফিরে যায়।
এলাকার বাসিন্দা মানবেন্দ্র দে সরকার জানান, “এটি হাতিদের করিডর এলাকা। আমাদের সচেতন থাকতে হবে। রাস্তায় চলাফেরা করার সময় অবশ্যই টর্চ ব্যবহার করতে হবে।”