নিজস্ব সংবাদদাতা, মালবাজার: করোনা ভাইরাসকে জয় করে বৃহস্পতিবার জলপাইগুড়ি কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফেরে পূর্ন ছেত্রী। এই খুশিতে বাসিন্দাদের তরফ থেকে তাকে অভ্যর্থনা দেওয়া হয়। তার বাড়ী ওয়াশাবাড়ির কলাগাইথি ডিভিশন চা বাগানে। তাকে খাদা ও মালা পরিয়ে হাততালি দিয়ে স্বাগত জানান তার স্ত্রী ও প্রতিবেশীরা।
মাল ব্লকের ওয়াশাবাড়ী চা বাগানের কলাগাইতি ডিভিশনের বাসিন্দা ৩০ মে চেন্নাই থেকে বাড়ি ফেরেন। বাড়ি ফেরেই তিনি চলে যান ওদলাবাড়ী কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে তার লালারস নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৭ইজুন তার পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলে, কোয়ারেন্টাইন সেন্টার থেকে জলপাইগুরি কোভিড হাসপাতালে পাঠানো হয়। এই খবরে তার বাড়ির লোকজন ও প্রতিবেশীরা খুব চিন্তিত হয়ে পড়ে। সেখানে তার চিকিৎসা হওয়ার পর বৃহস্পতিবার রিপোর্ট নেগেটিভ আসলে তাকে ছেড়ে দেওয়া হয়।
তিনদিন পর সে আজ বাড়ি ফিরে আসার পর তার পরিবার ও প্রতিবেশীরা তাকে বরণ করে নেন। তিনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেন, করোনা সংক্রমন রুখতে সরকারী নির্দেশ সঠিকভাবে পালন করার জন্য।