সোমনাথ দত্ত, মালবাজার: নতুন করে করোনা সংক্রমন ধরা পড়ায় কিছু কঠোর বিধিনিষেধ জারি করা হলো মালবাজার শহরে। শনিবার শহরে পৌরসভার পক্ষ থেকে রীতিমতো মাইকিং করে শহরের বাসিন্দাদের অবগত করা হয়, আগামী ২ আগষ্ট থেকে প্রকাশ্য এলাকায় বাজার,দোকান, হাটে কিংবা ব্যাংক ও সমস্ত সরকারি দপ্তরে মাক্স ব্যবহার করতে হবে সাথে টোটো বা গাড়িতে মাক্স ব্যবহার করতে হবে। অন্যথায় জরিমানা ধার্য্য করা হবে। এছাড়া প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার অত্যাবশকীয় পন্য সামগ্রী ছাড়া অন্যান্য সমস্ত দোকান বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। এলাকাবাসীদের অযথা বাইরে ঘোরাঘুরি না করতে অনুরোধ করা হয়েছে।
মাঝে কিছুদিন সংক্রমণ অনেকটা কমে আসায় গত ২০ জুলাই থেকে শহরে নতুন করে আর কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি। ফলে বিধিনিষেধের কিছুটা শিথিলতা এসেছিল। জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরছিলো। কিন্তু গত ৩১ জুলাই জেলার বেশকিছু এলাকা ও কালিম্পং জেলার গরুবাথান ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে হাই রিস্ক জোন ঘোষণা করার হয়েছে সাথে জারি হয়েছে কোভিড বিধিনিষেধ।
এর সাথেই মালবাজার শহরে প্রায় ১০ দিন বাদে নতুন করে দুই জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে বলে খবর পাওয়া গেছে। সামগ্রিক পরিস্থিতি বিচার করে কিছু কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে বলেই জানাগেছে। পৌরসভার স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগেছে, শহরে কোভিড টিকাকরন জারি রয়েছে। যেকোন রকম পরিস্থিতি মোকাবিলায় মালবাজার পৌরসভা ও স্বাস্থ্য দপ্তর প্রস্তুত আছে।