রাহুল বাগ, ঝাড়গ্রাম: হাতির হামলার প্রতিবাদে
পথ অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ধরে টানা টানি।
মেদিনীপুর ঝাড়গ্রাম মেন রোড অবরুদ্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
গত কয়েক দিন ধরে টানা দলমার হাতির দল চড়াও হচ্ছে লালগড় থানা এলাকার আঁধারজোড়া, রাশমন্ডল, ভৈরবকুন্ডু, শালচাতড়ি সহ লাগোয়া গ্রাম গুলিতে।
রোজই কয়েকটা করে ঘর ভাঙছে। জমির ফসল নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে হাতি গুলিকে তাড়ানোর দাবি করছে স্থানীয় গ্রামবাসীরা। রবিবার রাতে হাতির দল শালচাতুড়ি,রাশমন্ডল গ্রামে বাড়ি ভাঙে এবং ফসল নষ্ট করে। তারই প্রতিবাদে আজ বৈতা অঞ্চলের গ্রামবাসীরা রাশমন্ডল এলাকায় পথ অবরোধ শুরু করেছে। ঝাড়গ্রাম ও মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাতেই। রাস্তায় যানজট, ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ। বিক্ষোভকারীদের দাবী, যতক্ষণ না পর্যন্ত স্হায়ী সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। যদিও, বিকেলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।