নিজস্ব সংবাদদাতা, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লক এর শালবাড়ি সংলগ্ন এলাকায় আজ, মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ একটি সরকারি বাসের সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইকে থাকা দুই যুবক মারা যায় এবং অপর এক যুবতীকে গুরুতর আহত অবস্থায় ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলেও কিছু সময় পরে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এক প্রত্যক্ষদর্শীর মতে দ্রুতগামী বাসটি ফালাকাটা হয়ে ধুপগুড়ির দিকে আসছিল, তখনই শালবাড়ি ওভার ব্রিজের সামনে একটি টার্নিং নিতে গিয়ে ঘটনাটি ঘটে।