নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের তপন থানার বিভিন্ন এলাকায় রোডমার্চ করলেন কেন্দ্রীয় বাহিনী।

এই ব্যাপারে তপন থানার আইসি দ্বিপোজ্জল ভৌমিক জানান, নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনে আগে এলাকায় শান্তি শৃঙ্খলার তাগিদে তপন থানার বিভিন্ন এলাকায় এই রুট মার্চ করা হয়।