রহুল বাগ, ঝাড়গ্রাম: বিধানসভা নির্বাচনের আগে এলাকার রাজ্যবাসীর মন পেতে রাজ্য সরকারের পক্ষ থেকে নানা ধরনের উন্নয়নমূলক কাজে জোর দেওয়া হয়েছে। সাধারণ মানুষের চাহিদা মতো শুরু হয়েছে রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন পরিষেবা মুলক প্রকল্পের সুবিধা দেওয়ার কাজ। সেই ধারাবাহিকতায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের লাউদহ গ্রাম পঞ্চায়েতের ঝিলিমিলি গ্রামের রাস্তাটি মাটির তৈরি থাকায় সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল রাস্তা সংস্কার করতে হবে।

ঝিলিমিলি গ্রামবাসীদের সেই দাবিকে মান্যতা দিতে স্থানীয় প্রশাসনের তরফ থেকে গ্রামীণ রাস্তা ঢালাই করার কাজ শুরু হয়েছে। ভোটের ঠিক প্রাক মুহূর্তে রাস্তা তৈরির কাজ হতে খুশি এলাকার সাধারণ মানুষ।
