নিউজপিডিয়া ডেস্ক: সম্প্রতি জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে প্রকাশিত একটি উর্দু দৈনিক তার পাঠকদের করোনা ভাইরাস বিষয়ে সচেতন করার লক্ষ্যে মাস্ক নিয়ে একটি অভিনব প্রচারণা চালিয়েছে। ‘রোশনি’ নামের পত্রিকাটি, পাঠকদের উপহার রূপে একটি মাস্ক কাগজের প্রথম পাতায় ব্যবহারবিধি জানিয়ে তুলে দিয়েছে। পত্রিকার সম্পাদক জহুর শোরা বলেন,- আমরা এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরী মনে করেছি এবং মুখোশ পরার গুরুত্ব বোঝানোর জন্য এটি একটি ভাল উপায় ছিল।
বিষয়টি নিয়ে এই মুহূর্তে নেট দুনিয়া আলোড়িত। অনেকের মতে, যে পত্রিকার দাম মাত্র ২ টাকা, সেখানে সচেতনার উদ্দেশ্যে অতিরিক্ত একটা মাস্ক তুলে দেবার মাধ্যমে সম্পাদক তাঁর সচেতন এবং উদার মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। বিশেষজ্ঞরা মনে করেন যে, মুখোশ এবং সামাজিক দূরত্ব বজায় রাখা করোনা ভাইরাস থেকে একজনকে বাঁচানোর এইমুহুর্তে সবচেয়ে শক্তিশালী পন্হা।
এইমুহূর্তে জম্মু-কাশ্মীরে ৬ হাজারের অধিক করোনা আক্রান্ত চিকিৎসাধীন। গতকাল সেখানে ৭৫৪ টি নতুন সংক্রমনের ঘটনা সামনে এসেছে। ফলে, অন্যান্য রাজ্যের মত, কেন্দ্রশাসিত এই অঞ্চলে এইমুহূর্তে আমজনতার মধ্যে করোনা নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।