নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ:
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কর্তাদের রুট মার্চ করা হলো। রুট মার্চের নেতৃত্ব দেন মুর্শিদাবাদ জেলাশাসক শরত ত্রিবেদী, মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কে সবরি রাজকুমার, কান্দি মহকুমা শাসক রবি আগারওয়াল, কান্দির সমষ্টি উন্নয়ন আধিকারিক নিরঞ্জন মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। এদিন কেন্দ্রীয় বাহিনী একযোগে রুট মার্চ সারলেন।

রুট মার্চের পাশপাশি প্রশাসনিক কর্তারা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন ও কান্দির বেশ কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র ও কান্দি DCRC পর্যবেক্ষণ করলেন বলে জানালেন মুর্শিদাবাদ জেলা শাসক ও মুর্শিদাবাদ জেলা আধিকারিক।