সোমনাথ দত্ত, মালবাজার: আদিবাসী সমাজের মানুষের জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদানকল্পে রাজ্য সরকারের বরাদ্দ করা অর্থ খরচ করবার দায়িত্ব দেওয়া হয়েছে আদিবাসী টাক্সফোর্সের হাতে। আদিবাসী টাক্সফোর্স এবং আদিবাসী ডেভেলপমেন্ট এন্ড ক্যালচারাল বোর্ড পরিকল্পনা করে সেই অর্থ কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। এইরকম পরিবেশে রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থের মাধ্যমে কারা উপকৃত হয়েছেন তার তথ্য জানতে চেয়ে তথ্য জানার আইন অনুযায়ী আবেদন জানালেন নাগরাকাটা ব্লকের ভগৎপুর চাবাগানের এক আদিবাসী যুবক আরিয়ান এক্কা।
বৃহস্পতিবার মালবাজার বিডিও অফিস চত্বরে আদিবাসী টাক্সফোর্সের দপ্তরের সামনে দাঁড়িয়ে আরিয়ান বাবু বলেন, “রাজ্য সরকার আদিবাসী সমাজের মানুষদের উন্নয়ন ও বিভিন্ন পরিসেবার জন্য ১৩ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। সেই অর্থ থেকে ৪০১ জনকে ২ লাখ ৪৭ হাজার টাকা মুল্যের ঘর দেওয়া হয়েছে বলে টাক্সফোর্স সুত্রে প্রকাশ করা হয়েছে। কারা কারা সেই ঘর পেয়েছেন সেই নামের তালিকা জানতে চেয়েই আরটিআই করেছি। এছাড়াও কোথায় কোথায় সেই অর্থ ব্যয় করা হয়েছে তারও তথ্য জানতে চেয়েছি। এদিন আরিয়ান এক্কার সাথে সাগর কুমার সহ বেশ কয়েকজন আদিবাসী যুবকও উপস্থিত ছিলেন।
এবিষয়ে জানতে চাওয়া হলে আদিবাসী টাক্সফোর্সের সভাপতি তেজকুমার টোপ্পো বলেন, “রাজ্য সরকার ১৩ কোটি ৬০ লক্ষ টাকা বরাদ্দ করেছে। আমরা সেই অর্থ সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খরচের জন্য ধার্য্য করেছি এবং কাজও শুরু হয়েছে। এর আগে গত জুলাই মাসে এই বিষয়ে জানতে চেয়েছিল। আমরা সুনির্দিষ্ট পরিকল্পনার ব্যয় বরাদ্দের তথ্য লিখিত আকারে জানিয়ে দিয়েছি। এবার যে তালিকা জানতে চেয়েছে সেটা বোর্ড মিটিংয়ের পরই আলোচনা করে জানিয়ে দেওয়া হবে।”