নিউজপিডিয়া ডেস্ক: অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল। মাধ্যমিকের পর এবার ইতিহাস সৃষ্টি হল উচ্চমাধ্যমিকের ফলাফলেও। যদিও করোনা আবহে পরীক্ষা হয়নি। মাধ্যমিক ও একাদশের ফলের উপর ভিত্তি করেই নম্বর দেওয়া হয়েছে। ৫০০ তে সর্বোচ্চ নম্বর ৪৯৯ পেয়েছেন মুর্শিদাবাদ জেলার কান্দির রুমানা সুলতানা। যদিও সংসদের তরফে নির্দিষ্ট করে কাউকে ‘প্রথম স্থানাধিকারী’ হিসেবে ঘোষণা করা হয়নি।
রাজ্য প্রথম হওয়া রুমানা কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। সর্বোচ্চ নম্বর পাওয়ায় খুশি পরিবার। রুমানার বাবা-মা উভয়েই সরকারি স্কুলে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। সর্বোচ্চ নম্বর পেয়ে রুমানা বলেন, মাধ্যমিক ও একাদশের ফল ভালো ছিল। তাই এই ফল হয়েছে। একাদশে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন রুমানা। বড় হয়ে চিকিৎসক হতে চান। মুর্শিদাবাদ থেকে উচ্চমাধ্যমিকে রাজ্য প্রথম হয়েছে, এই খবরে খুশির হাওয়া গোটা জেলায়।