মল্লিকা দাস, দিনহাটা: জীবানু নাশক স্প্রে করা হলো দিনহাটা ১ ব্লকের অন্তর্গত দিনহাটা ভিলেজ ২ জিপির কোয়ারেন্টিন সেন্টারে। সেই জিপির গ্রামীণ সম্পদ কর্মীরা(VRP) এই জীবানুনাশক স্প্রে এর কাজ করেছেন।
করোনার জেরে নিজ ঘরে ফিরে এসেছেন অনেক পরিযায়ী শ্রমিক। দিনহাটা ভিলেজ ২ জিপিও ব্যতিক্রম নয়। দিনহাটা ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা এসেছেন তাদের গ্রাম অনুযায়ী কিছু কিছু প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টিন সেন্টার বানিয়ে তাদের রাখা হয়েছিল। ১৪ দিন কেটে যাওয়ার পর আজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোটো আটিয়াবাড়ি ও নগরভাগ্নি এলাকার কোয়ারেন্টিন সেন্টার গুলিতে জীবানুনাশক স্প্রে করলো গ্রামীন সম্পদ কর্মীরা।
গ্রামীন সম্পদ কর্মী দীপংকর কর্মকার, সৌরভ কর্মকাররা জানান, “আজ দুটি কোয়ারেন্টিন সেন্টার স্যানিটাইজ করা হলো। এক এক করে জিপির সমস্ত সেন্টার গুলি স্যানিটাইজ করা হবে।”
আজ সনের আখড়া প্রাথমিক স্কুল এবং ভাগ্নি বুড়িরপাঠ প্রাথমিক স্কুলে স্যানিটাইজ করা হয়েছে। উপস্থিত ছিলেন উক্ত এলাকা দুটির পঞ্চায়েত সদস্যরা। কিছু কিছু কোয়ারেন্টিন সেন্টার গুলিতে এখনো শ্রমিকরা রয়েছেন। সেই সব সেন্টার গুলি খালি হলে পুনরায় স্যানিটাইজ করা হবে বলে জানান দিনহাটা ভিলেজ ২ জিপির গ্রামীন সম্পদ কর্মীদের সুপারভাইজার তাপস বর্মন।