নিউজপিডিয়া ডেস্ক: সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় অবস্থিত একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। এছাড়া আরো ৯ জন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিগণ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, রবিবার গভীর রাতে ক্রাসনোগোরসক শহরের ওই বেসরকারি বৃদ্ধাশ্রমে আগুন লেগে যায়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
সূত্রের খবর অনুযায়ী, অগ্নিাণ্ডের সময় ভবনটিতে মোট ৩৭ জন ব্যক্তি উপস্থিত ছিল। বৈদ্যুতিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ওই কেয়ারহোমের পরিচালককে আটক করা হয়েছে।