নিউজপিডিয়া ডেস্ক: মঙ্গলবারও রাজস্থানের কংগ্রেস বিধায়কদের নিয়ে হওয়া দ্বিতীয় বৈঠকে যোগ দিলোনা শচীন পাইলট। এর ফলে রাজস্থানের উপ-মুখ্যমন্ত্রী তথা বিক্ষুব্ধ বিধায়ক শচীন পাইলটের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল কংগ্রেস। রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত করল শচীন পাইলটকে, সাংবাদিকদের সামনে এসে ঘোষণা করলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা।
Sachin Pilot removed as Deputy Chief Minister, announces Congress leader Randeep Singh Surjewala #Rajasthan pic.twitter.com/5tj3TJxZe8
— ANI (@ANI) July 14, 2020
গত দু’দিন ধরে দিল্লিতে থাকার পরও সনিয়া এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করা হয়নি শচীন পাইলটের। মঙ্গলবার সকালে তিনি নিজে মানেসর রওনা দেন বলেও একটি সূত্রে জানা গিয়েছে। তবে এ দিন জয়পুরে দলের বৈঠকে তিনি যাননি। এর আগে সোমবার সকালে অশোক গহলৌতের ডাকা পরিষদীয় দলের বৈঠকেও যোগ দেননি তিনি।
শচীন পাইলটের অভিযোগ তাঁকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রী করা হলেও তাঁর সিদ্ধান্তকে কোনও গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত । গহলৌতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেও, কংগ্রেসের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটি কথাও বলেননি শচীন পাইলট। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও খারিজ করেছেন তিনি।