নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ ভারতের ছয় রাজ্যের একশো দুঃস্থ শিশুদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার। জানা গেছে, ক্রিকেট কিংবদন্তি সচিনের চ্যারিটি ফাউন্ডেশন ‘একরাম’ এই বিশেষ উদ্যোগ নিয়েছে। সচিনের এই চ্যারিটি সংস্থার মাধ্যমে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, তামিলনাডু এবং অন্ধপ্রদেশের দুঃস্থ শিশুদের কাছে পৌঁছে যাবে চিকিৎসার সাহায্য।
চ্যারিটির তরফে দেশের সেই সমস্ত দুঃস্থ পরিবারের শিশুদের সাহায্য করা হয়, যারা দুরারোগ্য রোগে ভুগছে এবং যাদের চিকিৎসা করানোর ন্যূনতম সামর্থ্য টুকু নেই। প্রসঙ্গত, ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসেডর মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার চলতি বছরে শিশুদিবসে অসমের করিমগঞ্জ জেলার মাকুন্দায় একটি হাসপাতালের মেডিকেল সরঞ্জাম দান করেন। এই হাসপাতালের ২০০০ দরিদ্র শিশু চিকিৎসা পাবে। পাশাপাশি তেন্ডুলকার ফাউন্ডেশন মধ্যপ্রদেশে তপশিলি সম্প্রদায়ের জন্য পুষ্টিকর খাবার এবং পিছিয়ে পড়া সম্প্রদায়কে সাহায্যের হাত বাড়িয়ে দেন ক্রিকেটের ভগবান।