জলপাইগুড়ি, ১৯ আগস্ট: বড়োসড়ো পথ দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন জলপাইগুড়ির যুব সভাপতি সৈকত ভট্টাচার্য। ঘটনায় অ্যাম্বুলেন্স ড্রাইভার গুরুতরভাবে আহত হন।
জানা গিয়েছে, সৈকত ভট্টাচার্য নিজের গাড়ি করে দলীয় কাজে উত্তর দিনাজপুর, মালদা সফরে যান। এই সফরে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার তালমা ব্রিজে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। এখানে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে যায় একটি অ্যাম্বুলেন্সের। সেই ধাক্কায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সৈকত ভট্টাচার্যের গাড়িকে ধাক্কা দেয়।
ঘটনায় সৈকতবাবুর কিছু না হলেও অ্যাম্বুলেন্সের ড্রাইভার গুরুতরভাবে আহত হন। যুব সভাপতি সৈকত ভট্টাচার্য নিজ উদ্যোগে অ্যাম্বুলেন্স ড্রাইভারকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ঘটনাস্থলে হাজির হয় রাজগঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সৈকত ভট্টাচার্য নিজ গন্তব্যস্থানে পৌঁছতে পারে।