নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের হিজবুল্লাহ সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়েছেন বেইরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোরোথি শেয়া। লেবাননের একটি আদালত এক নির্দেশিকায় গণমাধ্যমের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।
গত শুক্রবার ডোরোথি শেয়া এক সাক্ষাৎকারে লেবাননের একটি টিভি চ্যানেলকে জানিয়েছিলেন, ‘লেবাননের চলমান অর্থনৈতিক সঙ্কট নিরসনের পথে অন্তরায় হিজবুল্লাহ।’
লেবাননের ‘সুর’ শহরের ওই আদালত শনিবার এক রায়ে দেশটির গণমাধ্যমগুলোর প্রতি এক নির্দেশ জারি করেছে। সেই নির্দেশে মার্কিন রাষ্ট্রদূতের কোনো রকম সাক্ষাৎকার প্রচারে নিষেধ করা হয়েছে।
লেবাননের মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়ায় চলতি মাসের প্রথমদিকে লেবাননের কয়েকটি শহরে বিক্ষোভ চালানো হয়। সেই বিক্ষোভে যোগদানকারীরা লেবাননের রাস্তাগুলিতে টায়ার জ্বালিয়ে দেয়, সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সরকারের পদত্যাগও দাবি করে। তখন প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছিলেন, তার সরকারের বিরুদ্ধে ক্যু’ ঘটানোর জন্য এই বিক্ষোভ, সহিংসতার আয়োজন করা হয়েছে।
এর আগেও লেবাননের রাজনৈতিক নেতৃবৃন্দ দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের হস্তক্ষেপমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন।