নিউজপিডিয়া ডেস্কঃ দুয়ারে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর আজ, শুক্রবারই তার নির্ঘন্ট প্রকাশ হতে পারে। এই মর্মে আজ, শুক্রবার বিকেলে বৈঠক রয়েছে নির্বাচন কমিশনের। সূত্রের খবর, সেখানেই বিকেল সাড়ে ৪টের সময় ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, আসাম ও পুদুচেরির ভোটের দিনক্ষণ।

কমিশন সূত্রে খবর, আজ বিকেলে বিজ্ঞান ভবনে হতে চলেছে নির্বাচন কমিশনের বৈঠক। করোনার মহামারির সময়ে দেশের একমাত্র বিহারেই ভোট হয়েছে। ফলে বিহার মডেল অনুযায়ীই ৬ থেকে ৭ দফায় পশ্চিমবঙ্গের ভোট হতে পারে। এই বৈঠকেই চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হবে।