
দি থার্ড আই ডেস্ক: গোটা দেশে লকডাউনে করেও কমানো যাচ্ছে না করোনা সংক্রমণের সংখ্যা। রোজ রোজ লাফিয়ে বেড়েই চলছে আক্রান্ত ও মৃতদের সংখ্যা। কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে বহু মানুষকে।
কিন্তু, অমানবিকের মত কাউকে স্কুলের শৌচাগারে কোয়ারেন্টাইনে রাখা সম্ভব ? হয়ত হ্যাঁ, মানুষের বিবেক বুদ্ধি লোপ পেলে হয়ত করা যায়। ঠিক এই করুন দৃশ্যর সাক্ষী থাকলো মধ্যপ্রদেশের গুনার এলাকা। জানা গেছে, একটি শৌচাগারে রাখা হয়েছে একটি দলিত পরিবারকে। যা নিয়ে শুরু হয়ে গেছে কংগ্রেস-বিজেপির মধ্যে তরজা।
জানা গিয়েছে, শনিবার রাজঘড় থেকে পরিবারটি গুনায় ফেরে। এরপরই দেবীপুরা গ্রামে নিজেদের বাড়িতে ফিরতে গেলে তাঁদের বাধা দেয় স্থানীয়রা। গ্রামবাসীরা সাফ জানিয়ে দেয় স্বাস্থ্যপরীক্ষা ছাড়া গ্রামে প্রবেশ করা যাবে না তাঁদের। একটি স্কুলে তাঁদের রাখার ব্যবস্থা করে প্রশাসন। পরদিন চেকআপ করতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা দেখতে পান, স্কুলের শৌচাগারে কোয়ারান্টানে রাখা হয়েছে পরিবারটিকে। সেখানে বসেই খাওয়াদাওয়া করছেন তাঁরা!
এরপরই আসরে নামেন কংগ্রেস নেতা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তাঁদের সরাসরি অভিযোগ,”এই হল বিজেপি নেতা সিন্ধিয়ার গড়ের সার্বিক দৃশ্য। স্কুলের শৌচাগারে দলিত পরিবারকে কোয়ারেন্টাইন! এই অমানবিক কাজ তাঁরাই করেছেন, যারা আমাদের কাজের ভুল ধরে রাস্তায় নেমে প্রতিবাদ করার হুমকি দিতেন। মানুষের কাছে তাঁরা ধরা পড়ে যাচ্ছেন।”