নিউজপিডিয়া ডেস্ক: করোনা সংস্ক্রমণের প্রতিষেধক হিসেবে বিভিন্ন ওষুধের কার্যক্ষমতা পর্যবেক্ষণ চলছে। করোনা প্রতিরোধে এবার নতুন করে ব্যথা নিরাময়ের ওষুধ ইবুপ্রোফেন এর কার্যকারিতা খতিয়ে দেখছেন ব্রিটিশ বিজ্ঞানীরা। এই ওষুধটি ব্যবহারে করোনা আক্রান্তদের শ্বাসকষ্ট দূর করার জন্য ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে কি না তা খতিয়ে দেখছে বিজ্ঞানীগণ।
রিপোর্টে প্রকাশ, লন্ডনের গাই’জ হসপিটাল, সেন্ট টমাস হসপিটাল ও কিংস কলেজের বিজ্ঞানীরা এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণায় রত আছেন। গবেষকরা জানিয়েছেন, করোনা প্রতিরোধে ইবুপ্রোফেন কার্যকরী হলে তার চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্য হারে কমবে।
ইবুপ্রোফেন এর বর্তমান সংস্করণ করোনা পরীক্ষায় প্রয়োগ করা হচ্ছে, যা বর্তমানে ব্রিটেনে সহজলভ্য এবং নিরাপদ। আবার ওষুধটির বর্তমান সংস্করণে পাকস্থলী ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই।
ক্লিনিকাল পরীক্ষায় এর সাফল্য পাওয়া গেলে প্রাণঘাতী কোভিড-১৯ এর চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তনের আশা করা হচ্ছে। যদিও পশুদেহে ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগে করোনার অন্যতম উপসর্গ দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত সমস্যা ‘অ্যাকিউট রেস্পিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম’ দূর হয়েছে।
গবেষক দলের অন্যতম সদস্য অধ্যাপক মিতুল মেহতা জানিয়েছেন, পরীক্ষাটি কেবলমাত্র হাসপাতালে ভর্তি করোনা রোগীদের উপরেই করা হচ্ছে। তবে সামান্য উপসর্গ থাকা রোগীদের এর বাইরে রাখা হয়েছে। ইন্টেনসিভ কেয়ার বিভাগে থাকা রোগীদেরও এর আওতাভুক্ত করা হয়নি।
চলতি বছরের মার্চ মাসে ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ের ভেরাঁ জানিয়েছিলেন, করোনা রোগীদের ইবুপ্রোফেন-এর মতো ব্যথা উপশমকারী ওষুধ ব্যবহারে সংক্রমণ বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা থাকে।
তবে তত্ত্বটির সপক্ষে কোনও উপযুক্ত প্রমাণ না থাকার কথা জানিয়েছেন ইউরোপের প্রথম সারির ওষুধ নিয়ন্ত্রকরা।