নিউজপিডিয়া ডেস্কঃ আর কিছুক্ষণের অপেক্ষা। রাত পোহালেই বাংলার একুশের বিধানসভার অন্যতম হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রামে ভোট। ইতিমধ্যেই নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের ৩৫৫টি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। এবার সেখানে জারি করা হল ১৪৪ ধারা। আজ, বুধবার সন্ধ্যা ৬টা র পর থেকে শুক্রবার রাত ১২ টা জারি থাকবে এই ধারা। ফলে বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত নন্দীগ্রামের কোথাও কোনও জমায়েত করা যাবে না। দুটো বাইক একসঙ্গে থাকলেও গ্রেপ্তার করা হবে। ৫ জনের বেশি একসঙ্গে থাকা যাবে না।
কেবল নন্দীগ্রামেই মোতায়েন করা হয়েছে ২২ কোম্পানি আধাসেনা। নন্দীগ্রামে ঢোকার ৪টি প্রধান পথ তেখালি, চন্ডিপুর, তল্লা, খেঁজুরির বটতলা, সব জায়গাতেই চলছে নাক চেকিং। কারণ ইতিমধ্যেই তৃণমূল সিপিএম দুই রাজনৈতিক দলই নন্দীগ্রামে বহিরাগত ঢোকানো হচ্ছে এই আশঙ্কা প্রকাশ করে কমিশনে নালিশ জানিয়েছে। ফলে প্রতিটি গাড়ি ধরে ধরে নাকা চেকিং চলছে। নন্দীগ্রামের সংযুক্ত মোর্চার তরফে সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখার্জি ও নন্দীগ্রামে ভোট লুট হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কমিশনের কাছে।
প্রথম দফা ভোটে রাজ্য জুড়ে একাধিক জায়গায় সংঘর্ষ, ইভিএম খারাপ সহ একাধিক চিত্র দেখা গেছে। ফলে দ্বিতীয় দফা ভোটে তার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য বারবার নির্দেশ দিয়েছে কমিশন। সব জায়গায় নিরাপত্তা দ্বিগুণ বাড়িয়ে তোলা হয়েছে। কুইক ইমারজেন্সি টিমও তৈরি করা হয়েছে। যাতে কোনও ঘটনা ঘটলেই তারা সেখানে দ্রুত পৌঁছাতে পারে। সব মিলিয়ে কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে ভোটের অন্যতম কেন্দ্র নন্দীগ্রাম।