নিউজপিডিয়া ডেস্ক: বাংলোর সিকিউরিটি গার্ড করোনা পসিটিভ, তাই সিল করে দেওয়া হলো বলিউড অভিনেত্রী রেখার বাংলো যেটি বান্দ্রায় অবস্থিত। রবিবার বৃহন মুম্বাই কর্পোরেশন (বিএমসি) গার্ড এর রিপোর্ট পসিটিভ হওয়ার পর অভিনেত্রীর বাংলো টি সিল করে দেওয়া হয়।
জানা গিয়েছে, ৬৫ বছর বয়সি ‘উমরাও জান’ নামে ওই গার্ড গত মঙ্গলবার করোনা টেস্ট করিয়েছিলেন। এরপরই রিপোর্ট পসিটিভ আসে। বিএমসি অভিনেত্রীর বাড়িটি কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষনা করেছে এবং বাংলোর বাইরে একটি বোর্ড লাগিয়ে দিয়েছে। জানা গিয়েছে, বান্দ্রার কুরলা কমপ্লেক্সে বিএমসির কোভিড -১৯ কেয়ার সুবিধায় এই নিরাপত্তা প্রহরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অভিনেত্রীর বাংলোটি একক হিসাবে এটির একটি অংশই সিল করা হয়েছে বলে জানা গিয়েছে।