নিউজপিডিয়া ডেস্ক: মারন করোনা দিনের পর দিন বেড়েই চলেছে। আক্রান্তের তালিকায় যোগ হচ্ছে একের পর এক সেলিব্রেটির নাম। এবার সেই তালিকায় নাম লেখালো বলিউড অভিনেতা আমির খানের পরিবার। করোনা আক্রান্ত হলেন আমির খানের গাড়িচালক, দেহরক্ষী ও রাধুনীসহ মোট সাত জন।
গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেতা জানান, আমার কয়েকজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
তবে স্টাফের আক্রান্তের খবর দিলেও তিনি নিজে যে সুস্থ আছেন তা ভক্তদের আশ্বস্ত করে বলেন। তিনি জানান যে তার পরিবারের সদস্যদের মধ্যে একমাত্র তার মায়ের করোনা টেস্ট করা বাকি আছে। তার মায়ের করোনা টেস্ট যেনো নেগেটিভ থাকে সেজন্য ভক্তদের কাছে আশীর্বাদ চাইতেও ভুল করেননি তিনি।
উল্লেখ্য লকডাউন পুরোপুরি শেষ হলেই তিনি হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেকে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং শুরু করবেন। এতে তার বিপরীতে দেখা যাবে করিনা কাপুরকে।