নিউজপিডিয়া ডেস্ক: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যু হলো ৬ জনের। ঘটনাটি ঘটেছে, রবিবার ঝাড়খণ্ডের দেওঘর জেলায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, গোবিন্দ মাঝি (৫৩) এবং লিলু মুর্মু (২৪) নামে দুই শ্রমিক সকালে জেলার দেবিপুর গ্রামে এটি পরিষ্কার করার জন্য সেপটিক ট্যাঙ্কে উঠেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে বাড়ির মালিক রাজেশ বার্নওয়ালের দুই ভাই – ব্রজেশ (৫৪) এবং মিথিলাশ (৪৩) – শ্রমিকদের খোঁজ নিতে ট্যাঙ্কে প্রবেশ করেছিল। এরপর তাদেরও কোনো খবর না পেয়ে গোবিন্দ মাঝির দুই ছেলে এক এক করে ট্যাঙ্কে প্রবেশ করে কিন্তু কেউ বের হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়।
দেবঘর জেলা প্রশাসক, কমলেশ্বর প্রসাদ সিং জানান, “স্থানীয় গ্রামবাসীরা ট্যাঙ্কটি ভেঙে ফেলে এবং ছয়জনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের কাছের হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাদের ‘মৃত’ বলে ঘোষণা করেছেন। তারা সকলেই ট্যাঙ্কের ভিতরে বিষাক্ত ধোঁয়া নিঃশ্বাস ত্যাগের পরে মারা গেছেন”।
দেবীপুরের সার্কেল অফিসার (সিও) সুনীল কুমার বলেছেন, “তাদের সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাদের মৃত ঘোষণা করা হয়।” সিং আরও জানান, “লাশের ময়নাতদন্ত চালানো হচ্ছে। পোস্টমর্টেমের পরে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যেতে পারে।”