সাজ্জাদ হোসেন আহমেদ, শীতলকুচি: ওয়ার্ল্ড কাপ পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ- ২০২০ প্রতিযোগিতা আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্রের অমরাবতীতে অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে উত্তরবাংলার সাতজন প্রতিযোগী আজ ভোরবেলা কোচবিহার থেকে রওনা দিয়েছেন।
এই টিমে সাব জুনিয়র বিভাগে মায়া রায় ও উর্মিলা রায়, জুনিয়ার বিভাগে মাম্পি প্রামানিক, খাদিজা খাতুন ও রাখি রায়, পুরুষ বিভাগে তন্ময় রায় এবং ভবেশ চন্দ্র রায় অংশগ্রহণ করছেন। টিমের দায়িত্বে রয়েছেন প্রশিক্ষক ভবেশ চন্দ্র রায়।