মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়িঃ মাধ্যমিক পরীক্ষায় ৯০ শতাংশ নম্বর পেয়ে এলাকায় অনন্য নজির স্থাপন করেছে শিলিগুড়ির ভানুদেব বর্মন। তার এই রেজাল্টের পেছনে নেই কোন টিউশন শিক্ষকের ভুমিকা। বরং রয়েছে স্বপ্ন ও কঠোর পরিশ্রম। পারিবারিক আর্থিক অনটনের কারণে টিউশন পড়ার সুবিধা না পেলেও বন্ধ করেনি নিজের পড়াশোনা। ঘোগোমালী উচ্চবিদ্যালয়ের এই পড়ুয়ারা প্রাপ্ত নম্বর ৬৩৫। এই বিদ্যালয়ের আর এক পড়ুয়া শুভজিৎ বর্মন ভালো নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছে। তাদের রেজাল্টের জন্য এলাকায় খুশির জোয়ার বইছে । এই দুই কৃতি পরিক্ষার্থীকে রবিবার সংবর্ধনা প্রদান করলো ছাত্র ও যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই ডাবগ্রাম দক্ষিণ লোকাল কমিটির সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে ভানুদেব বর্মন ও শুভজিত বর্মনের উচ্চশিক্ষার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।