ফিরোজ হক্, মেটেলী: মেটেলীর এসএফআই কর্মীদের তরফে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃর্তী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল। করোনা পরিস্থিতির দরুণ শুক্রবার দলীয় সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে কৃর্তী ছাত্রছাত্রীদের মানপত্র তুলে দেয়। সেইসঙ্গে দলের তরফ থেকে সচেতনতার বার্তাও প্রেরণ করা হয়। শিক্ষার্থীদের সুরক্ষার জন্য প্রদান করা হয় মাস্ক ও স্যানিটাইজার।
উপস্থিত ছিলেন মেটেলীর এসএফআই-এর সম্পাদক সাহিল ইসলাম, সভাপতি রিক সাহা সহ আরও অনেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম নেতা মলয় চৌধুরি ও সমীরণ দে।
এসএফআই-এর সম্পাদক সাহিল ইসলাম জানান, “সঠিক সময়ে মেধাতালিকা না পাওয়ার দরুণ সকল মেধাবী শিক্ষার্থীদের এইদিন সংবর্ধনা দেওয়া সম্ভব হয়নি। আগামী ২-১ দিনের মধ্যে সকল মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।”