নিউজপিডিয়া ডেস্ক: ফের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলির সংখ্যা কমানোর পথে হাঁটছে কেন্দ্র সরকার। বিক্রি করা হবে বেশিরভাগ শেয়ার, ফলে ধীরে ধীরে ব্যাঙ্ক গুলি থেকে সরকারি নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যাবে বলে জানা গিয়েছে। এর আগে দেশের ২৭ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কে সংযুক্ত করে ১২টি তে নামিয়ে আনা হয়েছিল। আর এখন তা আরো কমিয়ে ৫ টি তে আনা হবে বলে সূত্রের খবর।
সরকারি সূত্রের খবর অনুযায়ী, প্রথম ধাপে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পাঞ্জাব ও সিন্ধ ব্যাংকের শেয়ার বিক্রি করা হবে। প্রাথমিক পরিকল্পনা মাফিক দেশে চার পাঁচটির বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থাকবে না। খুব শীঘ্রই তা কেন্দ্রীয় মন্ত্রী সভায় অনুমোদনের জন্য পেশ করা হবে। যদিও বিষয়টি অস্বীকার করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
২০২৪-২৫ অর্থবর্ষে ভারতকে পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি গড়ে তুলতে চায় কেন্দ্র। এই লক্ষ্যেই ব্যাঙ্ক সংযুক্তি করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। সংযুক্তি করণের ফলে বড় ব্যাঙ্ক গুলির পরিধি যেমন বাড়বে তেমনি উন্নতি হবে প্রযুক্তি। সেই সাথে ঋণ দেওয়ার ক্ষমতাও বাড়বে যা অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে।
তবে একাংশের মতে, করোনা পরিস্থিতিতে অর্থনীতির হাল ফেরাতে অর্থের জন্যই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এর শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। তবে দেশ জুড়ে যে হারে কেলেঙ্কারি বাড়ছে তাতে ব্যাংকের উপর থেকে সরকারি নিয়ন্ত্রণ চলে গেলে তা সাধারণ মানুষের জন্য কতটা সুরক্ষিত তা নিয়েও উঠছে প্রশ্ন।