নিউজপিডিয়া ডেস্কঃ নির্বাচনের দামামা বাজতেই শিবসেনা নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন বঙ্গে প্রার্থী দিতে চলেছেন তাঁরা। ফলে সেই মতো কিছুটা প্রস্তুতিও শুরু করেছিল উদ্ধবের দল। তবে এখন সেই সুর পাল্টে টুইটে সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছেন যে বঙ্গে শিবসেনা এবার প্রার্থী দেবে না কোনও। বরং লড়াইটা চালিয়ে যাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে।
বৃহস্পতিবার এ প্রসঙ্গে সঞ্জয় রাউত টুইটে জানান, “বাংলার নির্বাচন নিয়ে বহু মানুষই কৌতূহলী। তাঁরা জানতে চাইছেন বাংলার ভোটের লড়াইয়ে সেনা প্রার্থী দিচ্ছে কিনা। উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলার পর আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছি তা জানাচ্ছি। এবার ভোটে গোটা লড়াইটাই দিদির সঙ্গে অন্য সবার। এই অন্য সবগুলি শক্তির আদ্যক্ষর সব ‘M’ হল মানি, মাসল এবং মিডিয়া। এই প্রত্যেকটি শক্তির সঙ্গে লড়াই আরেক M অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে শিবসেনার সিদ্ধান্ত বাংলায় নির্বাচনে না লড়াই করার। বরং সর্বশক্তি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আমরা তাঁর সাফল্য কামনা করি এবং আমরা বিশ্বাস করি মমতাই আসল বাংলার বাঘিনী।”
— Sanjay Raut (@rautsanjay61) March 4, 2021
সম্প্রতি, বিহারে বিজেপির প্রধান প্রতিপক্ষ আরজেডির প্রতিষ্ঠাতা লালু যাদবের পুত্র তেজস্বী যাদবকেও দেখা গেছে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে এবং বৈঠক শেষে তিনি জানান বিজেপিকে হারাতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। তৃণমূলের সঙ্গে জোট করেও বঙ্গে প্রার্থী দিতে পারেন তিনি। সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও মমতাকে সমর্থন করে লিখিত বার্তা পাঠিয়েছেন। আর এবার মহারাষ্ট্রের শাসক দল শিবসেনাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন। কার্যত বোঝাই যাচ্ছে বিজেপিকে হারাতে সব বিরোধী দলগুলিই মমতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। ফলে এবারের বাংলার বিধানসভার ভোট স্বাভাবিক ভাবেই তাৎপর্যপূর্ণ।