
দ্য থার্ড আই ডেস্ক:পশ্চিমবঙ্গে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনে একাধিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এক ঘোষণায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রিন জোন ও অরেঞ্জ জোনে হিসাব করে দোকান খোলার অনুমতি দেবে সরকার। সঙ্গে গ্রিন জোন জেলাগুলিতে বেসরকারি বাস চালানোর অনুমতি দেবে জেলা প্রশাসন।
মুখ্যমন্ত্রী আরও জানান, সোমবার থেকে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনের নিয়ম লাঘব করা হবে। কিছু কিছু এলাকায় কিছু দোকান খোলার অনুমতিও দেবে সরকার।স্থানীয় থানা সমীক্ষা করে দেখবে, কোন দোকান খোলা যাবে আর কোন দোকান খোলা যাবে না। এছাড়া শর্তসাপেক্ষে কিছু নির্মাণকাজও শুরু করা যাবে বলে জানায় মুখ্যমন্ত্রী। তবে শর্তসাপেক্ষে, বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে ও সামাজিক নিরাপদ দূরত্ব অবশ্যই মেনে চলতে হবে।
এদিন গণ পরিবহন চালুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের গ্রিন জোনের আওতাভুক্ত জেলাগুলিতে চলবে বেসরকারি বাস। তবে সেই বাস জেলার মধ্যেই চলবে, বাইরে নয়। সর্বাধিক ২০ জন যাত্রী বহন করতে পারবে বাসগুলি। এজন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হবে।