
রবিউল হোসেন: করোনা ভাইরাসের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের একটি গাউন বার বার ব্যবহার করার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। গাউনের সংকট থাকায় শুক্রবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যাংকক আইনপ্রণেতাদের একটি কমিটিকে বলেছে যে গাউনের সরবরাহ কমিয়ে দিতে। যদিও শুক্রবারেও যুক্তরাজ্যে ৫৫ হাজার গাউন পৌঁছেছে। তবে ধারণ করা হচ্ছে, এই সপ্তাহ নাগাদ শেষ হয়ে যাবে সেই সব গাউন।
গার্ডিয়ানের প্রতিবেদনে আরো বলা হয়, গতকাল শুক্রবার সরকারের পক্ষ থেকে বলার পর যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে গাউনের সরবরাহ কমে গেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গাউন শেষ হয়ে গেলে স্বাস্থ্যকর্মীদের প্লাস্টিক অ্যাপ্রন পরতে অথবা অন্য হাসপাতাল থেকে ধার করে গাউন এনে পরার জন্য পরামর্শ দেয়া হয়েছে। আর কিছু না থাকলে পুরো শরীর ঢেকে চিকিৎসা করার জন্য বলা হয়েছে।
এছাড়া সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়, গাউনের সংকট থাকায় যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মীদের এক গাউন পুনরায় ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৯২ জন। মারা গেছেন ১৪ হাজার ৫৭৬ জন।