নিউজপিডিয়া ডেস্কঃ রবিবার নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে সোনাচূড়া যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। তবে এলাকায় ঢোকার মুখেই বাধা ভূমিপুত্রকে। এদিন এখানে শহীদ বেদিতে মাল্যদান থেকে শুরু করে একাধিক কর্মসূচি পালনের কথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। অথচ তাঁকে নন্দীগ্রামের সোনাচূড়ায় ঢুকতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই সংঘর্ষ সৃষ্টি হয় তৃণমূল-বিজেপির মধ্যে। পুলিশে খবর দেওয়া হয়। এরপরই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই পুরো ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
এদিন নন্দীগ্রামের সোনাচূড়ায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক পোস্টারও দেখা যায়। ভোটের মুখে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দুর বিরুদ্ধে এরকম পোস্টারে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এসব পোস্টার তৃণমূলেরই কাজ। যদিও তৃণমূল থেকে স্বাভাবিক ভাবেই তা অস্বীকার করা হয়।