নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পঞ্চম দফার বিধানসভা নির্বাচনের শেষ দিনের প্রচারে ঝড় তুললো প্রত্যেকটি রাজনৈতিক দল। একইভাবে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র থেকেই জোরদার প্রচার শুরু করেছেন শহর জুড়ে। এদিন সকালে পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ড নির্বাচনী প্রচার করেন। ওই এলাকায় মিছিল এর মাধ্যমে তিনি এলাকাবাসীদের কাছে আবেদন করেন বিধানসভা নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। এদিন ওম প্রকাশের সাথে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্বরা।