নিউজপিডিয়া ডেস্কঃ অবশেষে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার হলেন লালকেল্লা হিংসার মামলার মূল অভিযুক্ত গায়ক-অভিনেতা দীপ সিধু। এএনআই সূত্রে জানানো হয়েছে তাঁর গ্রেফতারের খবর দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল এই সংবাদ সংস্থাকে জানিয়েছে। জানা গেছে, ওই মামলায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে দিল্লি পুলিশ লুকআউট নোটিস জারি করেছে।
কৃষি বিল প্রত্যাহারের দাবিতে চলতি বছরের ২৬ জানুয়ারি কৃষক সংঠনগুলি মেগা ট্রাক্টর র্যালির আয়োজন করেছিল। এবং সেই র্যালিই দিল্লির লালকেল্লায় পৌঁছে গিয়েছিল ব্যারিকেড ভেঙে। ফলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। যার ফলে আহত হয় দিল্লির পুলিশের একাধিক কর্মী ও কৃষকরা। একজন কৃষকের প্রাণও যায় এই ঘটনায়।

এই পুরো ঘটনায় উস্কানিমূলক আচরণ করেছিল গায়ক-অভিনেতা দীপ সিধু ও তাঁর দলবল। ফলে দিল্লি পুলিশের থেকে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছিল তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় সে। তাঁকে খুঁজে দেওয়ার জন্য পুলিশের তরফে ১লক্ষ টাকার ঘোষণা করা হয়। জায়াগায় জায়গায় পোস্টারও লাগানো হয়। সেই অজ্ঞাতবাসে থাকাকালীন বেশ কিছুদিন আগে ফেসবুক লাইভে এসে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিল সে। লাইভ থেকেই তিনি আরও বলেন, প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় ৫ লক্ষ লোক ছিল। কিন্তু কাউকে না ধরে তাঁকেই কেন শুধু কাঠগড়ায় তোলা হচ্ছে? এরপরই দিল্লি পুলিশের তরফে তাঁকে গ্রেফতার করা হয়।
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা দখলের অভিযোগে ও লালকেল্লায় নিশান সাহিবের পতাকা তোলার অভিযোগে তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধেও লুকআউট নোটিস জারি করা হয়। তবে তাঁরাও বেপাত্তা হওয়ায় তাঁদেরকে খুঁজে দেওয়ার জন্যও ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ। লালকেল্লার হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে ও ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।