নিউজপিডিয়া ডেস্ক: পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো । ৭৬৫ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ ও মালদা জেলায় প্রথম স্থান অর্জন করেছে মিজানুর রহমান। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের জগন্নাথপুর হাই মাদ্রাসার ছাত্র সে । তার বাবা অস্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন সংসারে আর্থিক অনটনের কারণে দিনমজুরের কাজ করে , কখনো ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন । তার বাবা বললেন, “মিজানুর রহমান ছোট থেকে মেধাবী ছিল , আমি উচ্চশিক্ষা অর্জন না করলেও সে উচ্চ শিক্ষা অর্জন করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে আসা রাখি।”
রেজাল্ট ঘোষণা হতে তাকে সংবর্ধনা দিতে তার বাড়িতে হাজির হয় স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার মালদা জেলা কমিটির সদস্য আমিরুল ইসলাম সহ অন্যরা। আমিরুল ইসলাম জানান,” এসআইও মিজানুর রহমানের পরিক্ষায় ভালো ফলাফলের জন্য পরামর্শ দিয়ে সর্বদা তার পাশে ছিল ভবিষ্যতেও উচ্চ শিক্ষার জন্য তার পাশে থাকবে।” তিনি আরো বলেন মিজানুর পড়াশোনার সাথে সাথে এসআইওর বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচিতে অংশগ্রহণ করত।
তার এই রেজাল্টের এলাকায় খুশির জোয়ার বইছে। জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন ” মিজানুর রেজাল্ট স্কুলে জন্য গর্বের বিষয় তার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক,সে পরবর্তী পরীক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”