বাপি আকুঞ্জি, সন্দেশখালি: শনিবার উত্তর ২৪ পরগনা সন্দেশখালি থানার অন্তর্গত রামপুর জামে মসজিদ ও রামপুর মুসলিমরা জুনিয়র হাই মাদ্রাসার ঈদগাহে বিতরণ করা হয় মাস্ক। পবিত্র ঈদের দিনে প্রায় ৫০০ মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে মাস্ক বিতরণ করা হয় সন্দেশখালি সিরাত ইউনিটের পক্ষ থেকে।
সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও শিক্ষক আবু সিদ্দিক খান এদিন ঈদগাহে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজ পবিত্র ঈদুল আজহার দিন। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। হজরত ইব্রাহিম (আঃ) এর সুন্নতকে জেন্দা করা পাশাপাশি মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মধ্য দিয়ে আমরা কুরবানী করে থাকি। এই কুরবানী করতে গিয়ে অন্য ধর্মালম্বী মানুষের যাতে আঘাত না লাগে সেদিকে আমাদের প্রত্যেকের খেয়াল রাখা উচিত এবং বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমাদের সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে আজকের এই দিনটি পালন করা উচিত।”
নামাজবাদ জনাব আবু সিদ্দিক খান বিশ্ব শান্তি ও মহামারী থেকে হেফাজতের উদ্দেশ্যে এবং সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন এর সম্পাদক জনাব কামরুজ্জামান সাহেব ও আব্দুল মোমেন সাহেব সহ যারা অসুস্থ হয়েছেন তাঁদের জন্য দোয়া করেন।